“গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই-নহে কিছু মহিয়ান”-এই শ্লোগানকে সামনে রেখে ১৬ জানুয়ারী রোববার রাজবাটী পরিবার পরিকল্পনা প্রশিক্ষন কেন্দ্র অডিটোরিয়ামে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে সঙ্গীত শিক্ষা বোর্ড ধ্রুব পরিষদ বাংলাদেশ এর বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন রয়েল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধ্রুব পরিষদের (উত্তর-পশ্চিম) অঞ্চলের সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর এর সভাপতি রবিউল আউয়াল খোকা, রাজবাটী মহল্লা আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম মানিক, ধ্রুব পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি নুরুল মতিন সৈকত, দিনাজপুর শহর আওয়ামী লীগের উপদেষ্টা ও সমাজসেবক এবং দোলচাঁপার নির্বাহী সদস্য মিহির ঘোষ, দোলনচাঁপার প্রচার সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সদস্য জয়ন্ত কুমার ঘোষ। বক্তারা বলেন, উগ্রবাদ প্রতিরোধ করতে আমাদের সন্তানদের সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। আমাদের সন্তানদের পড়াশোনা নামে রোবট বানিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট না করে বিনোদনের পরিবেশ সৃষ্টি করতে হবে। সনদপত্র পাওয়াটা বড় কথা নয়, প্রকৃত সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সনদপত্র বিতরণ শেষে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।