বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
রোনালদোর মতো কোকাকোলার বোতল সরিয়ে দিলেন সিকান্দার রাজা শ্রমিকদের অবিলম্বে অধিকার-ভিত্তিক ক্ষতিপূরণ ও ন্যায়বিচার দেয়ার সুপারিশ সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর ইন্তেকাল এক কলসি পানির জন্য ১ ঘণ্টা অপেক্ষা হলুদ থেকে সবুজ: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি উন্মোচন রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউরোপের দেশগুলো বাংলাদেশের পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’ সোশ্যাল মিডিয়ার কল্যাণে এক যুগ পর জগুনা বিবিকে ফিরে পেলেন পরিবার ফোন ১০০ শতাংশ চার্জ করা ভালো নাকি খারাপ? জামালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

এক নজরে কালীগঞ্জ থানার ২০২১ সাল

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

১৮৬৩ সালের পূর্বে কালীগঞ্জ নলডাঙ্গা রাজবাড়ী প্রসাশনের অন্তর্ভূক্ত ছিল। ১৮৬৩ সালে কালীগঞ্জ থানার সৃষ্টি হয়। কালীগঞ্জ থানাকে উপজেলায় রুপান্তর করা হয় ১৯৮৩ সালে। এই উপজেলায় ১টি পৌরসভা, ১১ টি ইউনিয়ন, ১৮৮টি মৌজা এবং ১৯৮টি গ্রাম রয়েছে, যেখানে প্রায় ৪ লক্ষ লোকের বসবাস (তথ্যসূত্র: উইকিপিডিয়া)। আর কালীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে “কালীগঞ্জ থানা “। পৌর এলাকার ২ দুই নম্বর ওয়ার্ড তথা মূল বাজার সংলগ্ন রয়েছে কালীগঞ্জ থানার প্রশাসনিক ও আবাসিক এলাকা। শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি এবং সেবাই পুলিশের ধর্ম শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের থানা পর্যায়ের একটি ইউনিট হিসেবে কালীগঞ্জ থানা পুলিশ শুরু থেকে কাজ করে যাচ্ছে এই উপজেলাবাসীর আইন-শৃঙ্খলা রক্ষার্থে। বর্তমানে কালীগঞ্জ থানায় দুইজন পুলিশ পরিদর্শক তথা ওসি(সার্বিক) মাহাফুজুর রহমান মিয়া এবং ওসি(তদন্ত) মতলেবুর রহমানসহ এস আই ১১ জন, এএসআই ১০ জন, কনস্টেবল নারী ও পুরুষসহ ৫৩ জন রয়েছেন। মোট ৭৪ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য ছাড়াও কালীগঞ্জ উপজেলার ৪টি ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করছেন বেশকিছু পুলিশ সদস্য। কালীগঞ্জের আপামর জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বছরের পর বছর কালীগঞ্জ থানা পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছে। পুলিশকে জনগণের প্রথম ভরসাস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে বাংলাদেশ পুলিশ বিভাগ প্রতিটি থানায় সেবার মানের ক্ষেত্রে একদিকে যেমন আধুনিকায়ন ঘটিয়েছে, অন্যদিকে কর্মের মাধ্যমে পুলিশকে সাধারণ জনগণের মাঝে “মানবিক পুলিশ”- এর পরিচয় দান করেছে। তারই প্রেক্ষিতে উন্নত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে কালীগঞ্জ থানা পুলিশ প্রাণবন্তভাবে কাজ করে চলেছে। যার প্রমাণ মেলে সম্প্রতি শেষ হওয়া ২০২১ সালের ১২ মাসের থানা পুলিশের সার্বিক কার্যক্রমের তথ্যবহুল চার্ট দেখলে। সেখানে দেখা যায় ২০২১ সালে কালীগঞ্জ থানায় সর্বমোট মামলা রুজু হয়েছে ২৯০টি। এর মধ্যে ৪৩০জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। এছাড়াও একই বছরে নিয়মিত মামলায় ৩৯৭জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৯৯ জন, ফৌজদারি কার্য আদেশ ১৫১ ধারায় ২১জন ও পেনাল কোড ২৯০ এ ১৩জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২১ সালে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্যসহ যা যা জব্দ ও উদ্ধার করা হয়েছে তা হলো, গাঁজা ২৫ কেজি ৯৩০ গ্রাম, ইয়াবা ২০৭০ পিস, ৫৭৭ পিস ভারতীয় ফেনসিডিল, বাংলা মদ ৪৭ লিটার ও ১টি গাঁজা গাছ। মাদকের পাশাপাশি কালীগঞ্জ থানায় এবছর আরও উদ্ধার হয়েছে ১৮টি ইজিবাইক, ২৫টি গরু, লোহার কুচি ৪বস্তা, ১টি মোটরসাইকেল ও ২টি বাইসাইকেল, ৪টি ভ্যান, ১টি ট্রাক, ১টি পানির মটর, ১৭টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, মাদক বিক্রিত অর্থ ১,০৯৩৩৭ টাকা, প্রতারণাকৃত অর্থ ১,৯০০০০ টাকা, ছাগল ব্যাবসায়ীর হারিয়ে যাওয়া ১০,০০,০০০ টাকা এবং ৬২জন ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে। ২০২১ সালে কালীগঞ্জ থানায় মোট ৫টি হত্যা মামলা হয়েছে। তার মধ্যে চাঞ্চল্যকর মামলা হলো-উপজেলার রায়গ্রাম মাঠে গণধর্ষণ মামলা, বালিয়াডাঙ্গা গ্রামের লেদমিস্ত্রী হত্যা মামলা, রাকড়া গ্রামের ইজিবাইক চালক হত্যা মামলা ও পৌর এলাকার শিবনগরের হত্যা মামলা। কালীগঞ্জ থানার ৩৮তম পুলিশ পরিদর্শক হিসেবে ২৮ অক্টোবর ২০১৯ থেকে দায়িত্ব পালন করছেন মাহফুজুর রহমান মিয়া। ২০২১ সালে কালীগঞ্জ থানার সার্বিক বিষয় নিয়ে আলাপকালে তিনি জানান, আইজিপি স্যারের নির্দেশনা অনুযায়ী কালীগঞ্জের গণমানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে আমরা যারা এই থানায় কর্মরত আছি প্রত্যেকেই নিজ নিজ দায?িত্ব কর্তব্যের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি সেবাদানের ক্ষেত্রে। কালীগঞ্জে ইউনিয়ন ও ওয়ার্ড কেন্দ্রিক বিট পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে। আমি যোগদানের পর থেকে মিথ্যা মামলা না নেওয়া, জিডি, যেকোনো ধরনের মামলা, পুলিশ ক্লিয়ারেন্স ও অন্য যেকোনো পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছি। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হয়ে চেষ্টা করেছি নিজে সেবা প্রত্যাশী কালীগঞ্জবাসির প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে তাদের অভিযোগ শোনার এবং সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার। কালীগঞ্জে পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধ করেছি। ক্লুলেস চাঞ্চল্যকর হত্যা মামলার তথ্য উদঘাটনসহ আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ৯৯৯ এ প্রাপ্ত যেকোনো অভিযোগের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। করোনাকালীন সময়ে কালীগঞ্জ থানা পুলিশের সকল সদস্যদেরকে সাথে নিয়ে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে কালীগঞ্জের জনগণকে সেবা দিয়েছি। সম্প্রতি হয়ে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কালীগঞ্জ থানা পুলিশের তৎপর থাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বিগত যেকোনো বছরের থেকেও ২০২১ সালের কালীগঞ্জ থানা পুলিশের সকল কার্যক্রম এখানকার জনগণের নিকট প্রশংসার দাবি রাখে বলে আমি মনে করি। পাশাপাশি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই কালীগঞ্জের সর্বস্তরের জনগণকে, কেননা তাদের আন্তরিক সহযোগিতায় আমরা থানা পুলিশের কার্যক্রমকে সুষ্ঠুভাবে এগিয়ে নিতে পারছি। আমি বিশ্বাস করি, “ কালীগঞ্জ থানা পুলিশ কালীগঞ্জের জনগণের বন্ধু হয়ে উঠেছে গত বছরের ন্যায় এ বছরেও কালীগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক রাখতে থানা পুলিশ আরো তৎপর হয়ে কাজ করে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com