পানি নিষ্কাশনের নালা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বাসাবাড়ির ব্যবহৃত ময়লা পানিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার রাস্তায় হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে প্রায় যোগাযোগ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পথচারিসহ বিভিন্ন যানবাহন। বিশেষ করে স্কুল কলেজগামি শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। জানা যায়, পৌরসভার মীরগঞ্জ-রংপুর সড়কের মীরগঞ্জ বাজার অংশের জনতা ব্যাংকের সামন থেকে প্রায় ৩০০ মিটার রাস্তার পানি নিষ্কাশন নালাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। রাস্তার পাশের বাসাবাড়িতে ব্যবহৃত ময়লা পানি সড়কে নেমে আসায় পানি জমে কাঁদায় পরিনত হয়েছে। বর্তমানে সড়কটি দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ পড়েছে চরম বিপাকে। ময়লা, আর্বজনা ও নোংরা পানির গন্ধে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দুষিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানায়, পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে মীরগঞ্জ বাজার। প্রতিবছর এ বাজার থেকে কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়। তবুও কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের নালাটি সংস্কার করছে না। ফলে দিনদিন দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন। দ্রুত পানি নিষ্কাশনের নালাটি সংস্কার করা জরুরি। কয়েজজন ব্যবসায়ী জানান, কবে এই সমস্যার সমাধান হবে, তা আল্লাহ জানেন। হাটু পানি জমে থাকায় এবং কাঁদার কারণে এই এলাকায় এখন কোন গ্রাহক আসতে চায় না। দ্রুত পানি নিস্কাশনের নালাটি মেরামত একান্ত দরকার। জনতা ব্যাংক মীরগঞ্জ শাখায় টাকা উত্তোলন করতে আসা গ্রাহক জালাল উদ্দিন বলেন, ‘পানি নিষ্কাশনের নালা অচল হওয়ায় মীরগঞ্জ বাজার এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তায় পানি জমে রয়েছে। পৌর কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছেনা। কাঁদা এবং পানির কারণে ব্যাংকে প্রবেশ করা দুষ্কর হয়ে পড়েছে।’ স্কুল শিক্ষার্থী শিমুল মিয়া বলেন, ‘রাস্তায় পানি এবং কাঁদার কারণে প্রতিদিন জামা কাপড় নষ্ট হয়। এছাড়াও অনেক শিক্ষার্থী দূর্ঘটনার শিকার হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের নালা সংস্কার করার দাবি জানাচ্ছি।’ পৌরসভার কাউন্সিলর ছামিউল ইসলাম বলেন, ‘ভ্রামম্যাণ উপায়ে পানি বের করে দেয়ার মত কোন পথ থাকায় সমস্যাটা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের নালার কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে নালাটি নির্মাণ হবে। তখন আর এ সমস্যা থাকবে না।’ পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু বলেন, ‘এই সমস্যাটি দীর্ঘ ৪/৫ বছরের। আমি মেয়র নির্বাচিত হওয়ার আগেই পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণের টেন্ডার হয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে নালা নির্মাণে বিলম্ব হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নালা নির্মাণ হবে ইনশাআল্লাহ।’