নওগাঁর বদলগাছীতে প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পড়েছে গ্রামের মানুষজন। গত দুই দিন থেকে তাপমাত্রা একেবারে নিচে নেমে এসেছে। সেইসাথে বাতাস বইছে। যারফলে শীতের তীব্রতা বেড়েই চলেছে। সাথে সাথে সূর্যের দেখাও মিলছেনা ঠিকমতো। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন গ্রামের দুঃস্থ বৃদ্ধ, নারী ও শিশুরা। তাদের শীতের তেমন বস্ত্র না থাকায় লতা- পাতা, খড়কুটো পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। দিনমজুরেরা ঠিকমতো কাজও করতে পারছেন না। একান্ত জরুরি কোন কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, শীতের তীব্রতার কারণে শিশু ও নারীরা শীত জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।