বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

হাটহাজারীতে নবনির্বাচিত ১৫৬ ইউপি সদস্যগণের শপথ গ্রহণ

মাহমুদ আল আজাদ হাটহাজারী (চট্টগ্রাম) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০জানুয়ারি) দুপুরে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম। এসময় হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রায়হান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাবিল ফারাবির, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাসেক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলার ধলই, মির্জাপুর, নাঙ্গলমোড়া, গুমানমর্দন, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, ফতেপুর, চিকনদন্ডী, উত্তর মাদার্শা, দক্ষিন মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নের নবনির্বাচিত ৩৯জন সংরক্ষিত ও ১১৭জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন। উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় শপথ গ্রহণ শেষে দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখে অতিথিবৃন্দরা। তৃণমূল পর্যায়ে জনগণের সাথে ইউপি সদস্যদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সকল কর্মকা- ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান বক্তারা। পরে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বরণ করে নেন উপজেলা প্রশাসন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com