শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায় আব্দুর রাজ্জাক নামে ভূয়া ক্যাপ্টেন আটক

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

ক্যাপ্টেন পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় সাদুল্লাপুর উপজেলার গোবিন্দ পুর গ্রামের খায়রুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক(৩০) নামে এক প্রতারককে আটক করেছে গাইবান্ধা ডিবি পুলিশ। সংবাদ সন্মেলন হতে জানা যায়- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভাগদরিয়া ইউপি ফুলবাড়ির মৃত নুরুল হোসেন প্রধানের পুত্র নজরুল ইসলাম প্রধানের মেয়ে জর্ডান প্রবাসী উন্মে জাহানের সাথে ক্যাপ্টেন সাগর চৌধুরী নামে ফেসবুক মেসেন্জারে পরিচয় হয়। এরপর ইমো ও ফেসবুক মেসেঞ্জারে সাগর চৌধুরী ক্যাপ্টেন পরিচয়ে কথা বার্তা বলে। এক পর্যায়ে উন্মে জাহানের ভাই তৌফিক প্রধানকে সেনাবাহিনীতে চাকরী নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৩৮০০০০/- টাকা হাতিয়ে নেয় এবং ভূয়া নিয়োগপত্র প্রদান করে। এরপর নজরুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দাখিল করলে বিষয়টি আমলে নিয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক দিবাকর অধিকারী ও ডিবির একটি টিম ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিবি পুলিশের অভিযানে সকালে ভূয়া ক্যাপ্টেন সাগর চৌধুরী সনাক্তপূর্বক গ্রেফতার করা হয়। ভূয়া সাগর চৌধুরীর সঠিক নাম আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সিলিংফ্যান মার্কার প্রার্থী মেম্বর প্রার্থী। ডিজিটাল নিরাপত্তা আইনে ২০ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। মামলা নং-৩৩। সংবাদ সন্মেলনে বক্তব্য ও সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আবু খায়ের,গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নুর আলম সিদ্দিক, পুলিশ পরিদর্শক দিবাকর অধিকারী, এসআই নওশাদ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com