কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুল হাসান বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নে শতধা সংস্থা মানবতার কল্যাণে এগিয়ে যাক। সরকারের পক্ষে প্রান্তিক জনগোষ্ঠির অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণ করা সম্ভব নয় তাই সমাজের বিত্তশালী ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে। দিনাজপুর বাসীর জন্য কিছু ভালো করার ধারণা নিয়ে শতধা সংস্থা গড়ে উঠেছে তা একদিন মানবতার কল্যাণের প্রতিক হয়ে চারিদিক ছড়িয়ে পড়বে।“আস্থার সাথে, প্রগতির পথে এই স্লোগানকে সামনে রেখে ২২ জানুয়ারী শনিবার কাহারোল উপজেলার গড়নুর এলাকায় দিনাজপুর থেকে এসএসসি ৮৪’ ব্যাচের বন্ধুদের একটি সমবায় ভিত্তিক ও দিনাজপুরের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডের ব্রত নিয়ে প্রতিষ্ঠত সংগঠন শতধা সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে এবং বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া’র সহযোগিতায় দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শতধা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সাব্বির হোসনাইন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক রিজুওয়ানুস শামীম রাজীব। শুভেচ্ছা বক্তব্য রাখেন শীতবস্ত্র বিতরণ উপ-কমিটির আহবায়ক বেলালউদ্দীন রুবেল শিকদার, কোষাধ্যক্ষ আজাদ মীর, সদস্য মোঃ মাহফুজ, মোঃ রিয়াজ, মোঃ হুমায়ুন, মোঃ ফিরোজ, মোঃ ইকবাল প্রমুখ। প্রধান অতিথি এলাকার তৃনমূল পর্যায় শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শতধা’র সদস্য ও সাবেক কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী।