নীলফামারীর ডোমারে আ’লীগের ডোমার থানার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দুঃস্থদের শীতবস্ত্র বিতরণসহ গুনিজনের সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। শনিবার (২২জানুয়ারি) সকাল ১১টায় ডোমার বালিকা বিদ্যা নিকেতন হলরুমে ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হকের সভাপতিত্বে এ্যাডভোকেট আশরাফুল হক সন্ধি,র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষনা করেন জননন্দিত ডোমার পৌরসভার সফল মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি হিসাবে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক ইলিয়াস হোসেন, মুক্তিযুদ্ধের লেখক ও গবেষক আল আমিন রহমান, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সহকারী বণসংরক্ষক আনিছুল হক গোলড্রেন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখী, পৌর কাউন্সিলর রুবেল ইসলাম, উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক, সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা লুৎফল হকের পরিবারে বুলবুলি হক, নুরুন্নাহার হক, রিয়া জামান, জাকিয়া চান্দা, আফছানা ইয়াসমিন আশা, রেজওয়ানূল হক উৎপল, মিরাজুল হক মুন, জোবায়েত জিলান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে গুনিজনের সম্মাননা স্বারক প্রদানসহ ২৬জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান এবং ২ শতাধীক অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।