বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা এক জনের কারাদণ্ড

মঞ্জুরুল আজিজ পলাশ পার্বতীপুর (দিনাজপুর):
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

পার্বতীপুরে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
দিনাজপুরের পার্বতীপুর রেল ভূমিতে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ দখলে থাকা বাসাবাড়ী এবং জলাশয় দখল মুক্ত করা হয়েছে। এ সময় জবা নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান। অভিযান কালে অবৈধ দখলদারদের নিকট হতে জরিমানা হিসেবে সাড়ে ১৩লাখ টাকা আদায় করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী শহরের কালিবাড়ী, নতুন বাজার, ঢাকা মোড়, বাইপাস সড়ক ও ভবানীপুর রেলস্টেশন এলাকার বিভিন্ন স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন রেলওয়ে কানুনগো জিয়াউল হক জিয়া এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান জানান, রেলের শহর পার্বতীপুর একটি ঐতিহ্যবাহী জনপদ। দীর্ঘ কয়েক যুগ ধরে এখানকার কিছু অসাধু মানুষ রেলের জমি ও স্থাপনা বে-আইনিভাবে ভোগ দখল করে আসছে। রেলের সম্পত্তি বিপুল অর্থের বিনিময়ে কেনা বেচা অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে রেলের জমিতে নির্মাণকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং যারা দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মান করে আছে তাদের উচ্ছেদে করতেই আজকের এই অভিযান। তিনি বলেন অভিযান চলাকালে ২৬টি অবৈধ স্থাপনা সীলগলা, বাসাবাড়ী ও জলাশয় দখল মুক্ত ও সাড়ে ১৩লাখ টাকা জরিমানা করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com