শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

নকলার ৪৯ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার বাড়িতে তৈরি হবে ‘বীর নিবাস’

নকলা (শেরপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

শেরপুরের নকলা উপজেলার ৪৯ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর “বীর নিবাস”। মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য এসব বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে ১২টি বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর বীর নিবাস-এর নির্মান কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গত বুধবার উপজেলার গৌড়দ্বার এলাকায় বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেনের বাড়িতে বীর নিবাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেনের স্ত্রী সখিনা বেগমসহ নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদারগন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন ও গন্যমান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম জানান, পর্যায়ক্রমে বাকি বীর নিবাস গুলো নির্মান করা হবে। প্রতিটি বীর নিবাস বীর মুক্তিযোদ্ধাদের নিজস্ব ৭৩২ বর্গফুট জমিতে ১৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে। এই নিবাসে ২টি করে শয়নকক্ষ ও বাথরুম এবং ১টি করে রান্নাঘর, ডাইনিং রুম ও ড্রইং রুম থাকবে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com