খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ঝুরিঝুরি পাড়া বঙ্গবন্ধু আশ্রয়ন প্রকল্প এলাকায় পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ সালের ১৫ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার উপজেলার মেরুং ইউনিয়নের ঝুরিঝুরি পাড়া বঙ্গবন্ধু আশ্রয়ন প্রকল্প এলাকায় রাতের আঁধারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে মো: আবদুর রহমান, মো: আলমগীর হোসেন ও মো: খলিল আটক করে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ ১৫ধারার ২লক্ষ টাকা অর্থদন্ড করে অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ঘোষনা করে। এসময় ঘটনা স্থল থেকে একটি ডামট্রাক জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, রাতের আঁধারের পাহাড় কাটার অভিযোগে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ সালের ১৫ধারায় দুই লক্ষ জরিমানা করা হয়।