রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

বদরগঞ্জে আবাসিক এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা হয়েছে ইট ভাটা

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর ব্যুরে‌্যা
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

রংপুরের বদরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে ইটভাটা। ফলে এলাকার কোমলমতি স্কুল পড়–য়া ছেলে মেয়েরা বিভিণœ রোগে আক্রান্ত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষাত্বে এলাকার জনগন ফুঁসে উঠেছে ।অতিসত্বও ইটভাটা গুড়িয়ে না দেয়া হলে বড় ধরনের অপ্রতিকর ঘটনা ঘটার স¤া¢বনা রয়েছে। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ২০১৯ সালে উপজেলার মধুপুর ইউনিয়নের আউলিয়াগঞ্জ এলাকায় জনৈক শামছুল হক অবৈধভাবে নির্মাণ করেছিলেন চাঁদনী ব্রিকস নামে একটি ইটভাটা। ঘনবসতি এলাকায় ইট ভাটা নির্মান করার কারনে ইটভাটার বিষাক্ত ধোয়ার আউলিয়াগজ্ঞ সরকারি প্রাথমিক ও আউলিয়াগজ্ঞ উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার কোমলমতি ছাত্র/ছাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে দেশে কোভিড-১৯ এর প্রভাবে সাধারন মানুষজন এমনিতে বাড়ি থেকে বাহির হতে পারছেনা, সেখানে আবার মরার উপর খাড়া ঘা ইট ভাটা নির্মাণ করে এলাকাবাসিকে ফেলানো হয়েছে মহাবিপদে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি উপেক্ষা করে আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণ করার অপরাধে এলাকাবাসী একজোট হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। তাদের অভিযোগের ভিত্তিতে২০১৯ সালের ২৫ নভেম্বর উপজেলা প্রশাসন বদরগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় ইটভায় অভিযান চালিয়ে হাজার হাজার কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেন। এবিষয়ে অভিযোগকারী এলাকাবাসী ড.শাহ মোঃ আশরাফুল ইসলাম ও রেজিনা শিরিন মোবাইল ফোনে বলেন, নীলফামারী জেলার অধিবাসী মোঃ শামছুল হক অবৈধভাবে আবাসিক এলাকার ঘনবসতির কাছে নির্মাণ করা হয় চাঁদনী ব্রিকস নামে ওই ইটভাটা। সেখানে ভাটার পার্শ্বে রয়েছে স্কুল, মাদরাসা, মসজি সহপ্রাচীনতম বাজার আউলিয়াগঞ্জ। এখানকার পরিবেশ দুষণের কথা বিবেচনা করে আমরা সচেতন নাগরিক হিসাবে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছি।স্থাপনা নির্মাণ করতে ইটভাটার প্রয়োজন আছে তবে আমরা জনবহুল এলাকায়ইটভাটা চাইনা। যেখানে ভবিষ্যত প্রজ¤œ নিয়ে আমাদের চিন্তা রয়েছে। সেখানে অবৈধ ভাবে ইট ভাটা চলতে দেয়া হবে না। অপরদিকে এলাকার কৃষক আশরাফ আলী, মজিবার রহমান, আকাশ আলী,সুশান্ত কুমার বলেন, আমাদের তিন ফসলা জমির পার্শ্বে ভাটাটি নির্মাণ করা হয়েছে। ভাটা নির্মাণ হওয়াতে আমরা কৃষকরা শতভাগ ফসল ঘরে তুলতে পারছি না। এলাকার আমগাছ এবং লিচুবাগানের ব্যাপক ক্ষতি হছে। উপজেলা কৃষি কমর্কতা গোলাম মোস্তফা মোঃ জোবায়দুর রহমান ,বলেন আবসিক এবং ফসলি জমির আশপাশে এমনকি আম ও লিচু বাগানের কাছে কোন ধরনের ইটভাটা নির্মান করা ঠিক হবে না। কারন ফসলের ক্ষতিকরে কেউযদি ইট ভাটা নিমার্ন করে তাহলে প্রশাসন অবষ্যই পদক্ষেপ নিবে। তিনি আরো বলেন, ইতির্পূবে এই ভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। তারপরও কি ভাবে ইট তৈরি করে। আমার কাছে একন পযর্ন্ত কোন কৃষক অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। আউলিয়াগজ্ঞ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম রায় বলেন, অভিযোগ সত্য স্কুলের পামে গড়ে উঠা হয়েছে এই ইট ভাটা। পরিবেশ দূযনের কারনে স্কুলের ছেলে মেয়েরা বিভিণœ রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। ইট ভাটার বিরুদ্ধে জরুরী প্রশাসনিক ব্যবস্থা না নিলে ভবিষৎ প্রজণ¥ অন্ধ্যকারে ঝরে পড়বে। গত২৭/ ১/২০২২ইং তারিখে দুপুরে আউলিয়াগজ্ঞে অবস্থিত চাঁদনী ইটভাটায় এ প্রতিনিধি সরেজমিনে গেলে ইটভাটার মালিক সামসুল হক কে পাওয়া যায়নি। তার সাথে মুঠোফোনে ০১৭১২-৫৬০-৩৫১ নম্বরে কথা হলে তিনি বলেন আপনারা আমার ভাটায় কি জন্য এসেছেন,আমার কাগজপত্র দেখবে ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ্ আপনারা যার কাছে অভিযোগ পেয়েছেন এসব করে কোন লাভ নাই। আমি ৩/৪ বছর ধরে ইট তৈরী করে বাজারজাত করছি ।যারা অভিযোগ করেছে তারা আমার কাছ থেকে ফায়দা নেয়ার চেস্টা করছিল। তারা আমার কাছে সুবিধা না পাওয়ার কারনে মনে হয় অভিযোগ করে বেড়াচ্ছে। এ ব্যাপারে বদরগজ্ঞ উপজেলা নিবাহী অফিসার আবু সাইদ আজ শনিবার বিকালে মুঠো ফোনে এ প্রতিনিধি কে বলেন, আমি সবে মাত্র এ উপজেলায় যোগদান করেছি, অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com