বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

রৌমারীতে অবৈধ ভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক ১

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার ভারতীয় সীমান্তে পাষান আলী(৩২) নামের অবৈধ ভাবে অনুপ্রবেশকারী ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। ২৯ জানুয়ারি (শনিবার) সকাল ৯ টার দিকে অবৈধ ভাবে ১০৫২ মেইন পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা লংঘন করে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করায় তাকে আটক করা হয়। আটক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে বলে জানা গেছে। বিজিবি জানায় পাষান অবৈধভাবে ভারতীয় কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে দাঁতভাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বিজিবির সদস্য সীমান্তে টহলরত অবস্থায় দেখতে পায় এবং সন্দেহ হলে তাকে আটক করেন। সে কি কারনে বাংলাদেশে এসেছে তা জানা যায়নি। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, বিজিবি কর্তৃক আটক যুবককে বিজিবি থানায় সোপর্দ করেছেন। বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের কারনে একটি মামলা দিয়ে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com