শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

বগুড়ার ৪ ইউপিতে ২ নৌকা ও ২ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

মোহাম্মদ আলী বগুড়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

বগুড়ার গাবতলী উপজেলার দুই ইউপিতেই নৌকা প্রার্থীর জয় হয়েছে। সোনারায় ইউপিতে মজিবর রহমান নৌকা প্রতীকে ৫ হাজার ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম চশমা প্রতীকে ৫ হাজার ৪৪৪ ভোট পেয়েছেন। অপরদিকে, নেপালতলী ইউপিতে শহিদুল ইসলাম রাজু নৌকা প্রতীকে ৭ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার হায়দার ঘোড়া প্রতীকে ৫ হাজার ৮২৭ ভোট পেয়েছেন। এছাড়াও সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে রাজিবুল ইসলাম খান রাজু তিন হাজার ৫১০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। আর ফাঁপোড় ইউনিয়নে অটোরিকশা প্রতীকে মেহেদী হাসান দুই হাজার ৮৬ ভোট পেয়েছেন। বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন এবং গাবতলী উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোনারায় ইউপিতে ২০ হাজার ২৮৫জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৯৭২জন এবং নেপালতলী ইউপিতে ২৩ হাজার ৩৮জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৭১জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি ছিল আমাদের। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েন ছিল। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। আমরা খুশি কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া নির্বাচন সর্ম্পূণ করতে পেরেছি।’উল্লেখ্য, বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা মারা যাওয়ায় সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com