শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে বারের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের ভরাডুবি সভাপতি অজয় সম্পাদক মাসুদ আলম ॥ জাতীয়তাবাদী প্যানেল-১১, আওয়ামী প্যানেল ৩জন বিজয়ী

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

মুন্সীগঞ্জ বারের নির্বাচনে আওয়ামী প্যানেলের ভরাডুবি॥ সোমবার সকাল ৮টায় মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দু’টি প্যানেলে নির্বাচন হয় , এতে দেখাযায় ভোটারগণ উৎসবমুর্খর হয়েই যার যায় প্রার্থীকে ভোট প্রধান করেন । একটি আওয়ামী প্যানেল অপরটি জাতীয়তাবাদী প্যানেল। দুটি প্যানেলের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের চরাম ভরাডুবি হয়েছে। সভাপতি-১জন, কার্যকরি ১জন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদ ছাড়া বাকী ১১ পদেই বিজয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা। একটি পদে দুই প্যানেলের প্রার্থীই সমান সমান ভোট পেয়েছেন। সর্বমোট ৪১৮জন ভোটারের মধ্যে ৪০৭ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাকী ১১জন ভোটার বিভিন্ন কারণে ভোট দিতে আসতে পারেননি। তবে ৪১৮জন ভোটারের মাঝে নারী ভোটার ছিলেন ৬৫জন। মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে এডভোকেট অজয় কুমার চক্রবর্তী ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটত প্রতিদ্বন্দি এডভোকেট এডভোকেট মুজিবুর রহমান পেয়েছেন ১৯২ ভোট। সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এডভোকেট মো: মজিবুর রহমান পেয়েছেন ২০২ ভোট, মুহা: নাসির আখতার সুমন পেয়েছেন ২১২ ভোট। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নিকটতম প্রতিদ্বন্দি এডভোকেট রিয়াজুল ইসলাম মানিক পেয়েছেন ১৯২ ভোট এবং মো: ফিরোজ খান পেয়েছেন ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থী এডভোকেট মাসুদ আলম পেয়েছেন ২৪৭ ভোট অপরদিকে নিকটত প্রতিদ্বন্দি এডভোকেট মুহা: মাহবুবুর রশীদ (সবুজ) পেয়েছেন ১৪৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থী এডভোকেট মুহা. জাকারিয়া ইসলাম কাঞ্চন পেয়েছেন ২৪৩ভোট, নিকটতম প্রতিদ্বন্দি এডভোকেট জানে আলম আবদুল্লা পাশা প্রিন্স পেয়েছেন ১৫১ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে কোষাধ্যক্ষ পদে বিজয়ী মো: মনির হোসেন লিংকন পেয়েছেন ২৬০ ভোট নিকটতম প্রতিদ্বন্দি আক্তারুজ্জামান আবুল ১৪০ ভোট পেয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী লাইব্রেরী সম্পাদক পদে মো: নাছির উদ্দিন ২৮২ ভোট নিকটতম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী শেফালী রাণী কর্মকার ১১৫ ভোট, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ নূর হোসেন বেপারী ২২১ ভোট পেয়েছেন নিকটতম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী মো: কামাল হোসেন পেয়েছেন ১৭৬ ভোট। দুই প্যানেলেরই দুইজন সমান ভোট পেয়েছেন সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আলমগীর হোসেন ১৯৮ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আমান উল্লাহ রিপন ১৯৮ ভোট। মহিলা বিষয়ক সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী আমেনা খাতুন পুষ্প ভোট পেয়েছেন ২১৮, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী লাকী আক্তার পেয়েছেন ১৮১ ভোট, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থী ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান তুহিন পেয়েছেন ২২৮ ভোট নিকটতম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী গাজী শাহরিয়ার রকি পেয়েছেন ১৬৭ ভোট। কার্যকরি সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী প্রথম হয়েছেন মো: আবুল হাসান মৃধা ২৬৭ ভোট পেয়েছেন। জাতীয়তাবাদী প্যানেলে যারা বিজয়ী হয়েছেন মো: মাহবুব উল আলম স্বপন ২১৭ ভোট দ্বিতীয়, ইকবাল হোসেন শেখ ২১০ ভোট পেয়ে তৃতীয়, মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব ২০২ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। অপরদিকে পরাজিত কার্যকরি সদস্যরা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ মোস্তফা ১৯১ ভোট, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ফয়সল আহম্মেদ ১১২ ভোট, মো: তৌহিদ আহসান ভূইয়া মইন ১৫৬ ভোট, মো: জয়নাল আবেদীন বাবু ১৯৬ ভোট পেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com