বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

বড়লেখায় নব্বই দশকের যুবলীগ নেতা সুফিয়ানের প্রবাস গমন উপলক্ষ্যে সংবর্ধনা

ফয়সাল মাহমুদ বড়লেখা (মৌলভীবাজার)
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী ও যুবলীগ কর্তৃক আয়োজিত নব্বই দশকের ইউনিয়ন আওয়ামী ও যুবলীগের প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ লন্ডন মহানগর শাখার অন্যতম নেতা ও দক্ষিণ হরিপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা এবং গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুফিয়ান আহমদের পুনরায় প্রবাস গমন উপলক্ষ্যে এক বিদায়ী সংবর্ধণা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতরাত ৮ ঘটিকার সময় দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুব্রত দাস শিমুলের বাসভবনে করোনার বিধিনিষেধের কারনে স্বল্প পরিসরে এ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুব্রত দাস শিমুলের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী ও যুবলীগের বড়লেখা শাখার অন্যতম সদস্য সুহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী ও যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুজিবুর রহমান জয়নাল, বাংলাদেশ আওয়ামী ও যুবলীগ বড়লেখা উপজেলা শাখার দপ্তর সম্পাদক কবির আহমদ, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম সদস্য আব্দুল ওয়াহাব, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল কালা, ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক গৌতম গুপ্ত, দক্ষিণভাগ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও বড়লেখা উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য মাহফুজুল ইসলাম শাওন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, আশি ও নব্বই দশকের তুখোড় ছাত্র ও যুবনেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দক্ষিণ ভাগ ও বড়লেখা থেকে হাতেগোনা কয়েকজন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তারমধ্যে সুফিয়ান আহমদ ছিলেন অন্যতম একজন। প্রধান অতিথি আরও বলেন লন্ডনের স্থায়ী বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক উন্নয়ন ও সেবামূলক সংগঠন গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে সুফিয়ান আহমদ ও তাহার সংগঠন বড়লেখার বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডে সহযোগিতা করে আসছেন, এমন কমর্কান্ডের প্রতি ধাবিত হওয়ার জন্য অন্যান্য নেতাকর্মীদের আহ্বান জানান এবং সুফিয়ান আহমদের পুনরায় প্রবাস গমন সুখসমৃদ্ধিতে ভরে উঠুক এ কামনা করেন। সংবর্ধিত অতিথি সুফিয়ান আহমদ বলেন, দলীয় কাজ আমার কাছে পেশা এবং নেশায় পরিনত হয়েগেছে, সেই সুবোধে দেশে যখন ছিলাম তখন থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের রাজনীতি করছি, দল আমাকেও দেশ বিদেশে সবধরনের সহযোগিতা করেছে, আমাকে সংবর্ধিত করায় ইউনিয়ন আওয়ামী ও যুবলীগের প্রতি চিরকৃতজ্ঞ। সভাপতির বক্তব্যে সুব্রত দাস শিমুল বলেন, করোনা প্যানডামিকের মধ্যে ছোটভাই সুফিয়ান আহমদকে স্বল্প পরিসরের আয়োজনের মধ্যে দিয়ে সংবর্ধনা দিতে পেরে গর্ব করছি কেননা আমি দেখেছি নব্বই দশক দূর্দিনে দক্ষিণভাগে যখন জয় বাংলা স্লোগান দেওয়ার মতো কেউ ছিলো না তখন সুফিয়ান আহমদ ছিলেন অন্যতম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com