৫ ফেব্রুয়ারী শনিবার মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ও তাদের পরিবারের সদস্যদের একমাত্র সংগঠন সদর উপজেলার শেখপুরা ১৭নং রেলগেট সংলগ্ন শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির আগামী ১৯ ফেব্রুয়ারী ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে আনন্দ মুখর পরিবেশে প্রার্থীরা ১৫টি পদে মনোনয়নপত্র দাখিল করেন। মুক্তিযোদ্ধার সন্তান, বর্র্তমান কমিটির সাধারণ সম্পাদক এবং দিনাজপুর জেলার সরকারি কর্মচারীদের প্রান প্রিয় নেতা মোঃ ফরিদ হোসেন বলেন, সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ১জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১জন, সাংগঠনিক সম্পাদক পদে ১জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ১জন, কোষাধ্যক্ষ পদে ১জন, দপ্তর সম্পাদক পদে ১জন, প্রচার সম্পাদক পদে ১জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১জন, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১জন, মহিলা বিষয়ক সম্পাদক ১জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৩জন সহ মোট ১৫জন পদে প্রতিবারের মতো এবারেও মার্কা দিয়ে আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার দিনাজপুর জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন বলেন, মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবারের সদস্যদের এই সংগঠন স্বচ্ছতা ও জনাবদিহিতার মধ্যে দিয়ে এগিয়ে চলছে। তাদের উন্নয়নে বা যে কোনো সমস্যায় এই সংগঠন বিশাল ভূমিকা রাখছে। যুব উন্নয়ন দপ্তরের রেজিষ্ট্রিশন প্রাপ্ত এই সংগঠন বর্তমানে সমবায় দপ্তরের আরোও একটি রেজিষ্ট্রেশন পেয়েছে। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ সাজেদুর রহমান সাজু, প্রভাষক মোঃ মাসুদ হোসেন, এ্যাডঃ মোঃ কামরুল ইসলাম, এলাকার সমাজসেবক মিজানুর রহমান নান্নু ও মোঃ শাহিন আলম। বীর মুক্তিযোদ্ধার সন্তান, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন এবারের নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন। সে সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সভাপতি আব্দুল মান্নান সহ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।