বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম ::

ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী (টাঙ্গাইল) :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ধনবাড়ী পৌর সভার প্রথম মেয়র, পাইস্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলার প্রয়াত সংসদ সদস্য শেখ নাজমুল ইসলামের জৈষ্ঠ পুত্র বদিউল আলম মঞ্জুর জানাজা নামাজে শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল তিন ঘটিকায় ধনবাড়ী সরকারী কলেজ মাঠে প্রথম ও তার নিজ গ্রামের বাড়ি পৌর শহরের বর্ণিচন্দবাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার পাশে দাফন করা হয়। তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল- ৮ আসনের (বাসাইল-সখিপুর) এমপি জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল ইসলাম আলমঙ্গীর,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিল্টু, মধুুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরাসহ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা-কর্মী ও তাদের অঙ্গ সংঠনের কর্মীরা অংশ নেন। জানাজা নামাজে হাজার মানুষের ঢল নামে। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে তিনি বার্ধক্যজনিত কারণে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুকাল বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন বার্তায় গতকাল মাননীয় প্রধানমন্ত্রী মরহুমের সহধর্মিণীর সাথে কথা বলে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা মুক্তিযাদ্ধা সংসদ, ধনবাড়ী জাতীয় সাংবাদিক সংস্থা, প্রেসক্লাব, পৌর মেয়র ও যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ বদিউল আলম মঞ্জু বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তিনি আজীবন তৃণমূলের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তৃণমূলের জনপ্রিয় এ রাজনীতিবিদের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়ছে তা পূরণ হবার নয়। মরহুমের বড় ছেলে শেখ শাহরিয়ার আলম শিবলু জানান, গতকাল বিকাল তিন ঘটিকায় ধনবাড়ী সরকারী কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com