সিরাজগঞ্জের রায়গঞ্জে অসময়ে ভারী বৃষ্টিপাতে সরকার অটো ব্রিক্স সহ অনুমানিক ৬০টি ইটভাটা মালিকদের আনুমানিক ১০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৩ দিনের অসময় বৃষ্টিপাতে ইটভাটার খোলায় কাঁচা ইট গলে রায়গঞ্জ উপজেলার ৬০টি ইটভাটায় এ ক্ষতি হয়। সরেজমিন ঘুরে সরকার অটো ব্রিক্্সের খোলায় কাঁচা গলা ইটের স্তুপাকার দেখতে পাওয়া যায়। এ সময় ভাটা মালিক ও মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার জানান, সরকার ব্রিক্্স এর ২টি জিকজ্যাক ভাটাসহ ১টি অটো ভাটার অনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ খান জানান, ইটভাটা মালিক সমিতির আওতাভূক্ত ৬০টি ভাটার ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় ৯ কোটি টাকা। কাঁচা ইট গুলো শুকানো ও পোড়ানোর অপেক্ষায় ছিল। এসব ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন ভাটার মালিকেরা। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আকস্মিক বৃষ্টিতে এসব কাঁচা ইট নরম হয়ে ভেঙ্গে গেছে। অনেক ইট পানিতে গলে মাটি হয়ে গেছে। এ ক্ষতি কিভাবে পোষাবে তা নিয়ে ইটভাটা মালিক, শ্রমিক সহ সবাই উদ্বিগ্ন। উৎপাদন খরচ ওঠাতে ইটের দাম কিছুটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ইটভাটার মালিক মোঃ আহসান হাসান সুজন জানান, বৃষ্টিপাতের কারনে ৩ দিন ভাটার কাজ বন্ধ থাকায় প্রায় ৮ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পেড়েছে। অনেক শ্রমিক সংসার চালাতে ব্যাপক দূর্ভোগের শিকার হচ্ছে।