বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম ::

হিলির আলু চাষির স্বপ্ন এখন পানির নিচে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

টানা একদিনের বৃষ্টির পানির নিচে তলিয়ে গেছে দিনাজপুরের হিলির ৪০০ হেক্টর জমির আলু, তলিয়ে গেছে আলু চাষির স্বপ্ন। ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপাকে পড়ছে আলু চাষিরা, আলুকে রক্ষা করতে ক্ষেত থেকে পানি সেচে ব্যস্ত কৃষাণ-কৃষাণীরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলার বিভিন্ন আলুর ক্ষেত ঘুরে দেখা যায়, এক দিনের টানা বৃষ্টিতে আবাদি আলুর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আলুর ক্ষেতে বৃষ্টির পানি জমে আছে। পানির কবল থেকে আলুর ক্ষেতকে বাঁচাতে কৃষকেরা পানি সেচে দিচ্ছেন। তার পরও বৃষ্টির পানিতে আলুর ব্যাপক ক্ষতি হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। আর মাত্র কয়েক দিন পর আলু তুলার মহা উৎসব শুরু হবে আলু চাষিদের। এরি মধ্যে একদিনের মুষলধারার বৃষ্টি সব স্বপ্ন ভেঙে দেয়। উপজেলার প্রায় আলুর জমি এখন পানির নিচে, আলু চাষির স্বপ্ন আজ পানির নিচে। হিলি ডাঙ্গাপাড়ার আলু চাষী জোবায়ের হোসেন বলেন, আমাদের স্বপ্ন আজ পানির নিচে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টিতে আলু জমিতে পানি জমে সব আলু শেষ হয়ে গেছে। পানির হাত থেকে আলুকে রক্ষা করতে জমিয়ে থাকা পানিগুলো সেচ দিচ্ছি। আর একজন আলুচাষি রফিকুল ইসলাম বলেন, শুক্রবার ভোর থেকে বর্ষাকালের মতো বৃষ্টি হওয়ার কারণে আমার আলুর ক্ষেতে পানি জমে গেছে। কয়েক দিন পর সব আলু তুলে বাজার জাত করবো। সব আশা আজ বৃষ্টির পানিতে ডুবে গেলো। হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, চলতি আলু মৌসুমে এবার উপজেলায় ৯৪৬ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আলুর ফলনও অনেক ভাল হয়েছে। কিন্তু একদিনের টানা বর্ষণে প্রায় ৪০০ হেক্টর জমির আলু আজ পানির নিচে। কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে যদি শনিবার থেকে আবহাওয়া ভাল হয় এবং টানা রোদ হয় তাহলে অনেকটাই কৃষকের উপকার হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com