ফরিদপুরের নগরকান্দায় উদযাপন করা হয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে দৈনিক যুগান্তরের নগরকান্দা উপজেলা প্রতিনিধি মিজান বাবুর সঞ্চালনায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এছাড়া আলোচনা সভা ও প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার ভূমি এন এম আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান শেখ চুন্নু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা খ ম সারোয়ার মোর্শেদ, দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিস, দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, দৈনিক দিনকাল প্রতিনিধি শওকত আলী শরীফ, দৈনিক মানবজমিন প্রতিনিধি লিয়াকত আলী, দৈনিক জনতা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নবরাজ প্রতিনিধি শামীম হোসেন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল খান জনি, ফাল্গুনী টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু, দৈনিক একুশের বাণী প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক খোলাকাগজ প্রতিনিধি ফয়সাল হোসেন প্রমুখ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।