বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

মিরসরাইয়ে ১ হাজার ৬শ’ শিক্ষার্থী ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

মিরসরাইয়ে প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি প্রতিষ্ঠিত খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৬৫জন প্রতিবন্ধিসহ ১ হাজার ৬শ’ মাদ্রাসা ছাত্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বারইয়ারহাট খান সিটি সেন্টারে মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে খান কল্যাণ ট্রাস্ট্রের কর্মকর্তা দ্বীন মোহাম্মদ ও নোমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, বিশেষ অতিথি ছিলেন, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংবাদিক রাজু কুমার দে, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, খান কল্যাণ ট্রাস্ট্রের কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলু, জিয়াউর রহমান, মোহাম্মদ আলী প্রমুখ। এই সময় বক্তারা বলেন, খান কল্যাণ ট্রাস্টের এই মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। উনার এই উদার মন মানসিকতাকে আমরা সাধুবাদ জানাই। যখন তীব্র শীতে কাঁপছে গ্রাম গঞ্জের অসহায় মানুষ। একটু উষ্ণতার পরশ পেতে তাকিয়ে আছে এই অসহায় মানুষগুলো। তাদের জন্য মানবতার কবি ফখরুল ইসলাম খান সিআইপির উদ্যোগ প্রশংসনীয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com