বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::

ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের অর্থায়নে দুঃস্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

নীলফামারীর ডোমারে এভারগ্রীণ এসএসসি ৮৯ ও এইচএসসি ৯১ ব্যাচের বন্ধুদের অর্থায়নে এলাকার অসহায় বৃদ্ধ, দুঃস্থদের কম্বল ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বামুনিয়া কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু দুলু বর্মনের সভাপতিত্বে শিক্ষক আমিনুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইদুল ইসলাম, ৮৯/৯১ ব্যাচের বন্ধু শরিফুল ইসলাম মানিক বক্তব্য রাখেন। এ সময় ৮৯/৯১ ব্যাচের আফসানা ইয়াছমিন আশা, মারুফা আক্তার স্মৃতি, আবুল কালাম আজাদ, তরিকুল ইসলাম শিমুল, জাহাঙ্গির আলম, তহিদুল হক সরকার, আলমগীর হোসেন, আব্দুল আউয়াল লাকি প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এলাকার অসহায়, দুঃস্থ, বৃদ্ধ দুই শতাধীক মানুষের মাঝে কম্বল ও উক্ত বিদ্যালয়ে ডের শতাধীক শিক্ষার্থীকে শীতের জ্যাকেট প্রদান করা হয়। এভারগ্রীন ৮৯/৯১ ব্যাচ সারাদেশে আর্তমানবতায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে আসছে। এর আগেও একাধীকবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল, সোয়েটার, শীতের গরম কাপড় বিতরণ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com