সোমবার, ০১ জুলাই ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির দাবিতে মহাসড়ক অবরোধ

খাইবুর রহমান রাজশাহী :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে ? অবস্থান কর্মসূচি করেছে। গতকাল বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি করেন তারা। শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার আন্দলোনরত শিক্ষার্থীদের সাথে দেখা না করা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন বলে জানান। মানববন্ধনে শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতেও দেখা যায়। শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। দাবি মেনে না নিলে দেশের সকল শিক্ষার্থী এক হয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গাইবান্ধা ও রংপুরসহ দুর থেকে আসা শিক্ষার্থীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, করোনা পরিস্থিতিতে সবাই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়েছে। এ সময় আমাদের অনেক আতœীয় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার কারণে আমাদের পড়ালেখায় অনেক বিঘœ ঘটে। এই সময় সব প্রাইভেট কোচিং বন্ধ ছিল। যার কারণে ভালো করে পড়ালেখার সুযোগ পাইনি। এছাড়াও ভর্তি পরীক্ষার যে সিডিউল দেয়া হয়েছিল তা বার বার পরিবর্তন হয়েছে। যার ফলে আমরা পড়ায় মন বসাতে পারিনি। কর্মসূচিতে থাকা শিক্ষার্থীদের সংগ্রাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় জনগণের টেক্সের টাকায় চলে, অথচ আমরা এখানে বৈষম্যের শিকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবি জানিয়েছি, কিন্তু তারা এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি। তাই আমরা আমাদের দাবি আদায়ে মাঠে নেমেছি।’ কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজ থেকে আসা শিক্ষার্থী নাবিহা সুলতানা বলেন, করোনার কারণে বারবার এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। এরপর জেএসসি ও এসএসসির ফলাফলের সমন্বয়ে অটো পাশ দেওয়ায় অনেকেই আশানুরূপ ফল পায়নি। তিনি আরও বলেন, উপরন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতির কারণে অনেক জিপিএ ৫ ধারী শিক্ষার্থীও বাদ পড়ে। ফলে আমাদের অনেকের মেধা থাকার পরও পরীক্ষায় বসতে পারিনি। তাই সিলেকশন পদ্ধতি বাতিল করে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com