সোমবার, ০৮ জুলাই ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম ::

শিবগঞ্জে সাব-রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে ৩য় দিনের মতো কলম বিরতি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাব-রেজিষ্ট্রার ইউসুফ আলী, ভারপ্রাপ্ত অফিস সহকারী আল-মামুন ও সেলিম রেজার অনিয়ম ও অসদাচরণের প্রতিবাদে তাদের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো কলম বিরতি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ দলিল লেখক সমিতির উদ্যোগে শিবগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস চত্বরে এ কলম বিরতি পালন করা হয়। শিবগঞ্জ দলিল লেখক সমিতির সহ-সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক, সহ-সাধারণ সম্পাদক আফান উদ্দিন, সিনিয়র দলিল লেখক ও সদস্য নাজিম উদ্দিনসহ অন্যরা। বক্তারা বলেন- দাবি মানা না হলে আগামী ১০ ফেব্রুয়ারী পর্যন্ত কলম বিরতি চলবে। তবে অনিয়ম ও অসদাচরণের বিষয়টি অস্বীকার করেছেন শিবগঞ্জ সাব-রেজিষ্ট্রার ইউসুফ আলী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com