বাংলাদেশের র্অথনীতিতে মৎস্য সেক্টরের ভূমিকা অত্যন্তগুরুত্বর্পূণ দেশে মৎস্য সম্পদের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন সময়োপযোগী উদ্যোগগ্রহণসহ ব্যাপক ভিত্তিক র্কাযক্রম বাস্তবায়ন করছে। এরই ধারবাহিকতায় তৃণমূল র্পযায়ে মৎস্য চাষসংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে। মৎস্যঅধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পটি উক্তপ্রকল্পের আওতায় সমিতি ভিত্তিক মাছ চাষ করে অভাবনীয় সাফল্য র্অজন করছেন। বীরগঞ্জ উপজেলারঢেপা নদী মৎস্যজীবী সমবায় সমিতি। সমিতির সভাপতি নরেন চন্দ্র দাস বলেন, উপজেলা মৎস্য দপ্তর এর সহযোগীতা ও র্সাবিক দিক র্নিদেশনায়আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে আমরা র্পূবের তুলনায় বেশি মাছ উৎপাদন করতে সক্ষম হয়েছি। তিনিআরোও জানান, আমারা ২০ জন মৎস্যজীবি ২০০ শতক একটি পুকুরে এবার মাছ চাষ করে প্রায় ৬০০০ কেজিরমত মাছ উৎপাদন করতে সক্ষম হয়েছি। যার র্বতমান বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকার কাছাকাছি। নরেনচন্দ্র দাস এজন্য মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মনোরঞ্জনশীল গোপাল দিনাজপুর-১ মহোদয়কে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে এ বিষয়ে বীরগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য র্কমর্কতা হিমেল চন্দ্র রায় জানান, মাছ চাষের মাধ্যমে দেশে অপার সম্ভাবনা তৈরি হয়েছে। বিগত কয়েক বছরে মাছের উৎপাদন বৃদ্ধিরসাথে সাথে বাড়ছে রপ্তানী আয় স্বাধীনতা পরর্বতী মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রপ্তানী করে। আয় বেড়েছেবহুগুণ পাশাপাশি মাছ চাষের মাধ্যমে দূর হচ্ছে। বেকারত্ব বহুশিক্ষিত যুবক মাছ চাষকে পেশা হিসেবেওগ্রহণ করেছেন। মাছ একদিকে যেমন আমিষের চাহিদা পূরণ করছে তেমনি মাছ চাষের মাধ্যমে র্কমসংস্থান সৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, ২০২০-২০২১ র্অথবছরে অত্র উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধিতে ইউনিয়ন র্পযায়েমৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় র্পযায়) প্রকল্পের আওতায় বিভিন্ন মাছের প্যাকেজভিত্তিক প্রর্দশনী র্কাযক্রম বাস্তবায়ন করা হয়। উক্ত কাযক্রমের আওতায় সমাজ ভিত্তিক মাছ চাষকাযক্রমের অংশ হিসেবে ঢেপা নদী মৎস্যজীবী সমবায় সমিতির ২০ জন সদস্যকে নিয়ে শুরু করা হয়আধুনিক পদ্ধতিতে র্কাপ জাতীয় মাছ চাষ সদস্যদেরকে মাছ চাষ বিষয়ক আধুনিক প্রশিক্ষণের পাশাপাশিমাছের পোনা, খাবার, এরেটর বিতরণ করা হয়েছে। ফলে মাছের উৎপাদন র্পূবের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে যা সংশ্লিষ্ট মৎস্যজীবীদের র্আথ সামাজিক উন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন ।