শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সেলিম ভূঁইয়ার ইন্তেকাল

আগৈলঝাড়া প্রতিনিধি খবরপত্র :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

বরিশাল জেলার আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ও ঐতিহ্যবাহী গৈলা বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী, আগৈলঝাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম ভূঁইয়া (সেলিম ভূঁইয়া) হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ০৮.০২.২০২২ মঙ্গলবার দিবাগত রাত ২০.১০মিঃ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে বরিশাল ১ আসনের সংসদ সদস্য (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। অন্যান্য সংগঠনের ন্যায় আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। ০৯.০২.২২ রোজ মঙ্গলবার বাদ জোহর সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত, গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাত্তার মোল্লা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজায় আরো উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু, শাহ মোঃ বকতিয়ার, যুবদল নেতা হেমায়েত আকন (হেমায়েত তালুকদার), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজ্জাক ফকির, জুয়েল মোল্লা, ফিরোজ মোল্লা, ও ডক্টর আজাদ মোল্লা, সাংবাদিক ডাক্তার মাহবুবুল ইসলাম। উপস্থিত ছিলেন সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল আলম বাবু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এইচ এম তাজুল ইসলাম। এছাড়াও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম বেল্লাল হোসেন, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল মৃধা যুগ্ন সম্পাদক মনজুর আলম লিটন, গৌরনদীর সিনিয়র সাংবাদিক (প্রথম আলো) মুহাম্মদ জহিরুল ইসলাম সহ আগৈলঝাড়া ও গৌরনদীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা পরিচালনা করেন সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মসজিদ এর ইমাম জনাব হাফেজ মাওলানা ইমরান হোসেন। জানাজা শেষে নূরে এ মদিনা গণ কবরস্থানে দাফন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com