রবিবার, ০৫ মে ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

নারীর জালে ধরা পড়ল সাড়ে চারশ’ কেজির টুনা মাছ!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

জালে ধরা পড়ল সাড়ে চারশ’ কেজি ওজনের ব্লু ফিন টুনা মাছ। বিপন্ন প্রজাতির মাছটির দাম কয়েক কোটি টাকা। দৈত্যাকার সেই মাছ নৌকায় তোলার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। মাছটি ধরা পড়েছে আমেরিকার নিউ হ্যামশায়ারের হ্যাম্পটন বিচে। মিশেল ব্যান্সউথজ সিসেল নামে এক নারী মৎস্যজীবীর জালে উঠেছে মাছটি। কীভাবে সেই মাছ নিজের নৌকায় একা হাতেই টেনে তুলেছেন তার একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এই প্রথম নয়, এর আগেও বিশালাকার মাছ ধরেছিলেন মিশেল। ২০২১ সালে ১২০ কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছিল তার জালে।
গত অক্টোবরেও ৬৪৩ কেজি ওজনের একটি ব্লু ফিন টুনা মাছ ধরে সংবাদের শিরোনামে এসেছিলেন মিশেল। ২০১৫ থেকে সমুদ্রে মাছ ধরছেন মিশেল। তবে ৬৪৩ কেজি ওজনের টুনা ধরার পর বেশ পরিচিতি পেয়েছেন এই নারী মৎস্যজীবী। ২০১৯ সালে ২৭৮ কেজি ওজনের একটি ব্লু ফিন টুনা বিক্রি হয়েছিল ৩১ লাখ ডলারে। সূত্র: ডারিক নিউজ, ল্যাডবাইবেল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com