শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

নওগাঁয় উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের যাত্রা শুরু

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

উত্তরাঞ্চলের উন্নয়নের ভাবনা নিয়ে নওগাঁয় ‘উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ’ এর কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু হয়েছে। শনিবার দুপুরে শহরের ফুডপ্যালেস মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এর আত্মপ্রকাশ ও  পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগীতায় ছিলেন-আপ লেভেল আইটি লিমিটেড এর স্বত্বাধিকারী ইঞ্জিঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ ও সংগঠনের সভাপতি মো. মাহফিজুর রহমান বাবু। এসময় বক্তব্য রাখেন-উপদেষ্টা পরিষদের আব্দুল মজিদ, অধ্যক্ষ আবু নাসের আহমেদ, অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যক্ষ মোফাখ্খার হোসেন, একেএম ফজলে মাহমুদ চাঁদ, ছাত্র পরিষদের ছালেকুর রহমান ও নাফিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষক, ছাত্র ও সুধিজন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতার্থদেও মাঝে শীতবন্ত্র বিতরন করা হয়। অনুষ্টানে সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উত্তরাঞ্চলের ১৬ জেলা নিয়ে একটি স্বেচ্ছাসেবী সেবা মুলক সংগঠন উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ। নওগাঁ থেকে এর কার্যক্রম শুরু হওয়ায় এটি কেন্দ্রীয় কমিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে। উত্তরাঞ্চল দেশের সকল ক্ষেত্রে পশ্চাৎপদ অঞ্চল হিসেবে প্রতীয়মান। শিক্ষা ও শিল্পকারখানার দিক থেকে পিছিয়ে রয়েছে।আর্থিক গতিশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তৎপরতা দরকার। অর্থের গতিশীলতা বাড়লে মানুষের গতিশীলতা ও কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান বাড়লে জীবনযাত্রার মান ও বেকারত্ব দুর হবে। উল্লেখ্য ২০২১ সালে ১ জুলাই শহরের কাজীর মোড়ে এক অস্থায়ী কার্যালয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com