বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

কমলগঞ্জ উপজেলায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত কমলগঞ্জ উপজেলার ৯ জন চেয়ারম্যানকে শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তার পর সকল চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। অপরদিকে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ২৭জন ও সাধারণ সদস্য ৮১ জনকে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ হলরুমে একইদিন বিকেল সাড়ে ৩টায় শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। শপথ পাঠ শেষে সকল ইউপি সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়ের মো. জুয়েল আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলীসহ উপজেলার ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কালীন সময়ের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার। প্রসঙ্গত, পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ জন ও সাধারণ সদস্য পদে ৮১ জন নির্বাচিত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com