সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

চকরিয়ায় সড়কে নিহত ৫ ভাইয়ের পরিবার পেলেন আরো এক লাখ টাকা: ঘাতক ড্রাইভার আটক

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যান চাপায় নিহত পাঁচ ভাইয়ের পরিবারকে নগদ এক লাখ টাকা ১০ বস্তা চাল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী অনুদান দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন। ১১ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় সরেজমিনে নিহতের পরিবারের হাতে অনুদান তুলে দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) রাহাত উজ্জামান, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর সহ হিন্দু ও বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ঢাকা থেকে ঘাতক ড্রাইভার শহিদুল ইসলাম সাইফুলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পাশপাশি জব্দ করা হয়েছে ঘাতক পিকআপ ভ্যানও। মঙ্গলবার রাতে পিকআপ ভ্যান চালককে অজ্ঞাত আসামি করে চকরিয়া থানায় নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল বাদী হয়ে মামলাটি করেছেন। এ ছাড়াও তাদেরকে স্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য সুপারিশের আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ। এর আগে চকরিয়া পেকুয়ার সাংসদ জাফর আলম বিএ (অনার্স) এমএর পক্ষ থেকে ২০ হাজার টাকা, চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লক্ষ ২৫ হাজার টাকা, স্থানীয় চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর ২০ হাজার টাকা, পুলিশ সুপারের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। চকরিয়া থানার ওসি ওসমান গণি জানান, মঙ্গলবার রাত ১০টার সময় নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল বাদি হয়ে মামলা করেছেন। তার আগে ডুলাহাজরা থেকে পিকআপ ভ্যান জব্দ করা হয়। চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট খ্রিস্টান মেমোরিযাল হাসপাতালের অদূরে পিকআপ ভ্যানচাপায় ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও ৫ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের আরেক ভাই সরণ শীল মারা যান। নিহত অন্য চারজন হলেন চকরিযার ডুলাহাজারা ইউনিযনের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরুজ চন্দ্র শীলের ছেলে নিরুপম শীল, অনুপম শীল, দীপক শীল ও চম্পক শীল। ডুলাহাজরা ইউনিযনের সগীর শাহ কাটা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সুরেশচন্দ্র মারা যান ১০ দিন আগে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তার অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে মাথা মোড়ানোর জন্য যান তার সন্তানরা। এই কাজের জন্য তারা মহাসড়কের পূর্ব পাশের বনে গিয়েছিলেন। কাজ শেষে মালুমঘাটের হাসিনা পাডা এলাকায় রাস্তার পার হচ্ছিলেন তারা। পিকআপ চাপা দিয়ে পালিয়ে যাবার ৪ দিন পর ঢাকা থেকে ঘাতক ড্রাইভার শহিদুল ইসলাম সাইফুলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com