বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ১৩ই ফেব্রুয়ারী রবিবার ২০২২ইং চেয়ারম্যান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দায়িত্ব ভার গ্রহণ করে প্রথম সভায় সভাপতি হিসেবে অংশ গ্রহণ করেন তিনি। দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয় সকাল ১১টায়। প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার এর সভাপতিত্বে ইউপি সচিব সরওয়ার আহমদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তরফদার, কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক হোসনেয়ারা বেগম, কর্মকর্তা, মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইমন আহমেদ তরফদার, সাংবাদিক আব্দুল বাছিত খান, আবুল কালাম, নাজমুল ইসলাম মাষ্টার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী ইউপি সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা -কর্মচারীগন। দায়ত্বভার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণের জন্য যেন কবুল করেন। মানুষের অধিকার বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন তাই আমি সবার ভালবাসা ও সহযোগিতা চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com