বাগেরহাটে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস (আইডিইবির)উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বাগেরহাট অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজস্ব অর্থায়নে দু-শতাধিক অসহায় দুস্থ শীতার্থ নারী পুরুষ, শিশু ও দুস্থ শীতার্থদের হাতে কম্বল তুলে দেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্জ এ্যাড. মীর শওকাত আলী বাদশা। আইডিইবির বাগেরহাট জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস সালাম সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় কম্বল বিতরন এর পুর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তৃতা করেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব, দপ্তর সম্পাদক এস.এম.সামসুর রহমান, ইঞ্জিনিয়ার মো: আলামিন, মো: হুমায়ুন কবির, আঞ্জুমান মুফিদুল সংগঠনের মো: জয়নাল আবেদিন, দপ্তর সম্পাদক মো: আহসানুল আলম প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আইডিইবির কর্মকর্তারা দীর্ঘ দিন ধরে বাগেরহাটে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় আজ দু-শতাধীক শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেছে।এই ধারা অব্যহত থাকবে বলে তারা উল্লেখ বরেন।এবং শীতার্থদের মানুষের সাহায্যর্থে সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহব্বান জানান।