কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জিএস মো. সুমন সরকারকে সভাপতি ও মো. লিটন সরকারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল র?ঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এছাড়া, আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে নির্দেশ দেয়া হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক একে এম আফজালুর রহমান কে ধন্যবাদ জানিয়ে নবগঠিত উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুমন সরকার বলেন কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতি, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ও সংগঠনের ভাব মুর্তি অক্ষুন্ন রেখে কাজ করে যাবো। সাধারণ সম্পাদক লিটন সরকার বলে, ত্যাগী ও পরিক্ষীত সাবেক ছাত্র নেতাদের প্রাধান্য দিয়ে সবাইকে নিয়ে বসে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কাজ করবো।