রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা যুবলীগের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সোমবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি চত্ত্বরে তিনশত শীতবস্ত্র গরীব অসহায় দুঃস্থদের মাঝে বিতরন করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আবু বক্কর কাজল, জেলা যুবলীগ নেতা মোঃ শহিদুল ইসলাম মন্জু, কামনা শিষদেব বুলেট, গোলাম মোস্তফা, সন্দিপ বিশ্বাস বুড়ো, মোঃ শাহিন মিয়া, সোহান খান, মেহেদি হাসান দীপ, ফাহিম হাসান দীপ, সীমান্ত, রোমান সহ উপজেলা ও পৌর যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।