সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

বিপিএল প্লে-অফে কে কার মুখোমুখি হবে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় শেষের পথে। আর মোটে মাত্র বাকী ৪ টি ম্যাচ। এর মধ্যে একটি এলিমিনেটর, দুইটি কোয়ালিফায়ার ও ফাইনাল। শনিবার মিরপুরে প্রথম পর্বের শেষ ম্যাচের মাধ্যমে নির্ধারিত হয়ে গিয়েছে কোন দলগুলো খেলবে এবারের প্লে-অফে। প্লে-অফে জায়গা করে নেয়া চারটি দল হচ্ছে- খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে সিলেট সানরাইজার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।
এর আগে গত ২১ জানুয়ারি শুরু হয়েছিলো এবারের অষ্টম আসরের বিপিএলের যাত্রা। আর এ আসরের ফাইনাল মাঠে গড়াবে আগামী ১৮ ফেব্রুয়ারি। ফাইনালকে সামনে রেখে ২৩ দিনের লড়াইয়ের মধ্যে শেষ হয়েছে রাউন্ড রবিন লিগ পর্বের খেলা। যেখানে ৩০টি ম্যাচ মাঠে গড়িয়েছে। ৬ দলের বিপিএলে লিগ পর্বে বাদ পড়েছে ২ দল। বাকি ৪ দল পেয়েছে প্লে-অফের টিকিট।
গ্রুপ পর্বে তিনটি ভেন্যুতে প্রতিটি দল খেলেছে ১০টি করে ম্যাচ। যেখানে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দুই দল আগামী ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে কোয়ালিফায়ার পর্বে। যেখানে জিতলেই পাবে ফাইনালের টিকিট। হারলেই অবশ্য সব শেষ হয়ে যাচ্ছে না, সুযোগ থাকবে আরও একটি।
এছাড়া ১০ ম্যাচে ৫টি করে জয়-পরাজয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এই দুই দল মুখোমুখি হবে ১৪ তারিখ দিনের প্রথম ম্যাচে। দুপুর সাড়ে ১২টায় মিরপুরে হবে ম্যাচটি। এ ম্যাচ হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে দুই দলের একটির। জিতলে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এই লড়াইয়ে জয়ী দল পাবে ফাইনালের আসন।
এক নজরে প্লে-অফের সূচি

১৪ ফেব্রুয়ারি এলিমিনেটর খুলনা-চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার বরিশাল-কুমিল্লা
১৬ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার এলিমিনেটর জয়ী-১ম কোয়ালিফায়ার পরাজিত
১৮ ফেব্রুয়ারি ফাইনাল ১ম কোয়ালিফায়ার জয়ী-২য় কোয়ালিফায়ার জয়ী




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com