সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

শরীয়ত নয়, সংবিধান মানতে হবে : যোগী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

নির্বাচনী উত্তাপের মাঝেই হিজাব বিতর্কে মুখ খুললেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার বক্তব্য, শরীয়ত নয়, দেশের সংবিধান মেনে চলতে হবে। একইসাথে, এই দেশে মৌলবাদের শাসন কোনো দিন স্থাপন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আদিত্যনাথ বলেন, ‘শরীয়ত নয়, দেশের সংবিধান মেনে চলতে হবে।’ সম্প্রতি এআইএমআইএম দলের নেতা তথা সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছিলেন যে এক দিন হিজাব পরিহিত নারী দেশের প্রধানমন্ত্রী হবেন। সেই মন্তব্যের পাল্টা দিয়ে গোরক্ষনাথ মঠের প্রতাপশালী মোহান্ত যোগী বলেন, ‘এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভারত। এখানে উন্নয়ন হবে, তুষ্টিকরণের রাজনীতি নয়। তিন তালাক প্রথা তুলে দিয়ে নারীদের স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। দেশের মেয়েদের সম্মান অক্ষুণ্ণ রাখতে আমরা বলি, প্রশাসন সংবিধান মেনে চলবে, শরীয়ত আইন মেনে নয়।’ এদিকে, হিজাব ছাড়াও এদিন পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বিষয়টিও তুলে ধরেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তার দাবি, উত্তরপ্রদেশে শান্তিপূর্ণ ভোটদান হচ্ছে। কিন্তু বাংলায় নির্বাচন চলাকালীন ও ভোট পরবর্তী হিংসার ঘটনা সবার জানা। একইসাথে, কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। যোগীর কথায়, কংগ্রেস দলটিকে শেষ করে দিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীই যথেষ্ট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com