বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় দলবেঁধে ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত চাষীরা

সঞ্জীব সরকার উল্লাপাড়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

কৃষি প্রধান বাংলাদেশের কৃষকের জন্য ইরি-বোরো ধানের চারা রোপনের উপযুক্ত সময় এখন। তাই বিরামহীন ভাবে মাঘ মাসের প্রচন্ড শীতকে উপেক্ষা করে উল্লাপাড়ার কৃষকরা দলবেঁধে ইরি-বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে। জমিতে পানি দেয়া, চাষ করা, আগাছা পরিস্কার, মই টেনে জমি সমান, সার দেয়া,বাড়ির অন্যদের সাথে নিয়ে বীজতলা হতে চারা তোলাসহ কৃষিকাজে এখন নারী-পুরুষ সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। কিছু এলাকায় শ্রমিক সংকটে বেশী মজুরি দিয়ে কাজ করতে হচ্ছে। বর্ষা মৌসুমের পরে কৃষকেরা বেশির ভাগ এলাকায় আমন ধানের চারা রোপন করেছিল। আমন ধান কেটে ঘরে তোলার পর ঐ সব এলাকার জমিতে এখন ইরি-বোরো চাষ শুরু হয়েছে পুরোদমে। বর্তমানে উল্লাপাড়া এলাকার মাটি ইরি-বোরো চাষের জন্য উপযোগী হওয়ায় অধিকাংশ কৃষকেরা কোমর বেঁধে মাঠে নেমেছে। অন্যান্য বছরের তুলনায় আবহাওয়া ভালো থাকায় উল্লাপাড়া উপজেলার ১৪ টি ইউনিয়নে এবার ইরি-বোরোর লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে বলে অনেকেই মনে করছেন। তাই উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে এখন চলছে ইরি-বোরো ধানের চারা রোপনের মহোৎসব। আবার উপজেলার মধ্যে কিছু নিচু এলাকা বন্যা কবলিত হওয়ায় বন্যার পানি জমেছিল। পানি বন্দি জমিতে যথা সময়ে আমন ধান রোপন করতে না পেরে কৃষকেরা ঐ সব এলাকার জমিতে সরিষা আবাদ করেছিল। তাই একটু দেরি হলেও এসব জমিতে এখন কৃষকরা মনের আনন্দে ধানের চারা রোপন করছে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি বিভাগ জানান, উল্লাপাড়ায় এবার ৩০ হাজার ২৪০হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। আবহাওয়া অনুকুল থাকলে লক্ষ্য মাত্রা অতিক্রমও করতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com