বুধবার, ২৬ জুন ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

নগরকান্দায় দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় দৈনিক ভোরের কাগজ পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩১তম পদার্পণ উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এই আনন্দঘন মুহুর্তের। কাটা হয় বিশাল আকৃতির কেক। দৈনিক ভোরের কাগজের নগরকান্দা উপজেলা প্রতিনিধি নিজাম নকীবের সঞ্চালনায়, ভোরের কাগজ ফরিদপুর জেলা পরিবারের আয়োজনে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান শেখ চুন্নু, কামরুন্নাহার রিটা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলোক কুমার ঘোষ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, শিক্ষা কর্মকর্তা রাশেদ মামুন, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা খ ম সারোয়ার মোর্শেদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী, কাউন্সিলর নাসির মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদ, দৈনিক ভোরের কাগজ সদরপুর উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম, ভাঙ্গা প্রতিনিধি রমজান শিকদার, মধুখালী প্রতিনিধি অঞ্জন সাহা রানা, সালথা প্রতিনিধি আরিফুর ইসলাম, চরভদ্রাসন প্রতিনিধি আসলাম ব্যাপারী। এছাড়া নগরকান্দার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি বোরহান আনিস, দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, দৈনিক দিনকাল প্রতিনিধি শওকত আলী শরীফ, দৈনিক মানবজমিন প্রতিনিধি লিয়াকত আলী, দৈনিক জনতা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্যা, দৈনিক ঢাকাপ্রতিদিন প্রতিনিধি ইমরুল কবির, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম, ফাল্গুনী টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু, দৈনিক দেশকাল প্রতিনিধি শাহিদুজ্জামান সহিদ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি ফয়সাল হোসেনসহ আরো অনেকে। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com