বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর খাদ্যের অভাব নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর খাদ্যের অভাব নেই। সরকার এখন পুষ্টির দিকে নজর দিয়েছে। সেই দিক বিবেচনায় বিশেষকরে দুগ্ধ ও মাংস উৎপাদনকারী খামারের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে।’
গতকাল বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রানী প্রদর্শনী মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘এখন সময় এসেছে দুধ ও মাংস বিদেশে রপ্তানি করার। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। দুধ ও মাংসের রপ্তানি নিশ্চিত করা গেলে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্যন করা সম্ভব হবে।’ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ইয়ামিন আলীসহ প্রশাসনের অন্য কর্মাকর্তারা। পরে মন্ত্রী মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com