স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, জনবল সঙ্কট নিরসন, দালালদের দৌরাত্ম বন্ধ করাসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে গত ১৩ ফেব্রুয়ারি জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি। হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক প্রনয় কান্তি দাস, জামালপুর পৌরসভার মেয়র মোঃ ছানোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপি জিএস মিজানুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী অধিনায়ক সুজায়াত আলী ফকির, গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ফাকরিয়া ইসলাম, অর্থোপেডিকর চিকিৎসক মুর্শেদুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সভায় চিকিৎসকের স্বল্পতা, চতুর্থ শ্রেণির কর্মচারির স্বল্পতা, হাসপাতালের মেজে টাইলসকরণ, হাসপাতালের আবাসন মেরমত, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বহুতল ভবন নির্মান বরাদ্দ বাতিল হবার কারণ, হাসপাতাল ক্যান্টিনের খাবারের মান নি¤œপর্যায় থেকে উন্নয়ন করা, রেফার সংস্কৃতি বন্ধ করা, দালালদের দৌরাত্ম বন্ধ করা, হাসপতাল গেটে যানযট নিরসন করা, শিশু ওয়ার্ড, অর্থোপেডিক ওয়ার্ডের কলেবর বৃদ্ধি করা, হাসপাতালের ভিতরে গরু, ছাগল, বিড়াল, কুকুর প্রবেশ বন্ধ করাসহ অনেক জনগুরুত্বপূর্ণ আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সভাপতি প্রকৌশলী মোজাফ্ফর হোসেন বলেন সব ধরণের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা স্ব স্ব অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে সকল সীমাবদ্ধতার মাঝেও সেবা নিশ্চিত করা যাবে।আমরা যারা সদস্য আছি তারা যদি মাঝে মাঝে হাসপাতাল পরিদর্শন করি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জনবল সঙ্কট নিরসন এবং বাতিল হয়ে যাওয়া ছয়তলা ভবন যাতে পুণরায় বরাদ্দ পাওয়া যায় এ ব্যপারে কেন্দ্রিয়ভাবে তিনি সর্বাত্মক ভূমিকা রাখার আশ্বাস দেন।