১৯ ফেব্রুয়ারী ২০২২ মঙ্গলবার। অস্তাচলগামী সূর্যের পশ্চিম আকাশের বুকে জ্বলে উঠার শুরুতেই বন্দর নগরী বেনাপোলে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ভিশন অর্গানাইজেশনের সকল সদস্য ও আমন্ত্রীত অতিথির পদরাচরনা পথ যেন এসে মিশে যায় বেনাপোল সূর্যের হাসি ক্লিনিক সংলগ্ন পাচিলে ঘেরা বিশাল মাঠের মিলনায়তনে। উপলক্ষ ভিশন অর্গানাইজেশন ২০২২-২০২৪ সালের নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান। আয়োজকদের সুচারু ব্যবস্থাপনায় নির্দিষ্ট সময়ের আগেই উক্ত অনুষ্ঠানে উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ভিশন অর্গানাইজেশনের সদস্য বিল্লাল হোসেন মিন্টু’র সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থার কোষাধক্ষ্য মোঃ শরীফুল ইসলাম। এসময় শপথ বাক্য পাঠ করান আহবায়ক কমিটির প্রধান সাজেদুর রহমান সাজু। শপথ গ্রহণ শেষে নতুন কমিটির পক্ষে বক্তব্য রাখেন নয়া সভাপতি শরিফুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ। তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং কমিউনিটির লোকজনকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। যাতে করে ভিশন অর্গানাইজেশনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। আমন্ত্রীত অথিতিরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে অ্যাসোসিয়েশনের কার্যক্রমে আরও বেশি গতিশীলতা আসবে এবং অসহায় মানুষের কল্যাণে তারা আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবে। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিম উদদীন গাজী, জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ সহ ভিশন অর্গানাইজেশনের সদস্যবৃন্দ। নতুন কমিটির সদস্যরা হলেন: সভাপতি মোঃ শরীফুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি আবুল হোসেন বাবু, সহ সভাপতি মাকসুদুর রহমান রুনা, জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সহ সাঃ সঃ মাকসুদুর রহমান মাকসুদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সহ সাংগঠনিক সঃ জসিম উদ্দীন, অর্থ বিষায়ক সম্পাদক সামাউল ইসলাম, দপ্তর সম্পঃ মোকলেছু রহমান মুকুল, প্রচার সম্পঃ বাবলুর রহমান বাবু, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পঃ হাসানুজ্জামান হাসান, ফারুক, সবুজ, আলী হোসেন প্রমুখ। শপথ ও আলোচনা পর মধ্যভোঁজ শেষে কমেডিয়ান ও নৃত্য পরিবেশন করে। তাদের মনোজ্ঞ পরিবেশনা সুধীমহল প্রাণভরে উপভোগ করেন।