নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় গত ৩১ জানুয়ারী চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ব্যাটারী চালিত অটোরিকশা চালক কিশোর বলরাম মজুমদারকে নির্মমভাবে হত্যা ও দেশের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর,মঠ, মন্দিরে হামলা লুটপাট, জমি জবর দখল ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে শুক্রবার সকাল ১০ টায় বসুরহাট বাজার ব্ঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।অটোরিকসা চালক নিহত বলরাম মজুমদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ধর্মীয় রাষ্ট্র নয়,ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবায়র” এই স্লোগানকে সামনে রেখে অটোরিকশা চালক বলরাম হত্যার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত করেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সাথে একাত্মতা পোষন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট শিল্পপতি বাবু অরবিন্দ ভৌমিক এবং হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ও পূজা উদযাপন কমিটির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে কিশোর বলরাম মজুমদারের হত্যাকারীদের খুজে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা করতে হবে। কাদের মির্জা নিরীহ বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করে বলেন এই হত্যার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার অভিযোগও তুলে দরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু দিন আগেও একজন পুলিশ সদস্য অটোরিকশা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। এখানেও পুলিশ জড়িত থাকতে পারে।এই জন্য তিনি পুলিশ, গোয়েন্দা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের দায়িত্ব না দিয়ে ডিজিএফআই, এনএসআইকে দিয়ে মামলাটি তদন্তের দাবি জানান। এ সময় মানববন্ধনে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা বাবু অরবিন্দ ভৌমিক সহ সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত ৩১ জানুয়ারি সোমবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে বকসি ব্যাপারী বাড়ির সামনের ধানক্ষেত থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালক বলরামের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছিলো কোম্পানীগঞ্জ থানা পুলিশ।মানববন্ধন শেষে নোয়াখালী কোম্পানীগঞ্জে অটোরিকসা চালক নিহত বলরাম মজুমদারের অসহায় মায়ের হাতে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হিন্দু নেতারা “ধর্মীয় রাষ্ট্র নয়,ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবায়র” পক্ষে স্লোগানকে তুলে দরেন এবং অটোরিকশা চালক বলরাম হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা প্রমুখ বক্তৃতা রাখেন।