বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে হাতির মৃতদেহ উদ্ধার

মঞ্জুরুল হক ঝিনাইগাতী :
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

ভারত সীমান্তঘেঁষা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। ১৯ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের আঠারো ঝোড়া নামক এলাকা থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। বন্য হাতির মৃত্যু ঘটনায় প্রকৃতি ও পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন গভীর উদ্বেগ প্রকাশ করে হাতি মৃত্যুর ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটন করার জন্য জোর দাবি জানিয়েছেন। বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ১৮ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০২ নম্বর পিলারের কাছে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী বিটের আঠারো ঝোড়া নামক এলাকার ঝোড়ায় কয়েকজন রাখাল একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা বন বিভাগকে জানান। পরে সংবাদ পেয়ে বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিটের কর্মকর্তা ও বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, হাতিটি মাদি। বয়স ৭ থেকে ৮ বছর। হাতিটি আনুমানিক একদিন আগে মারা যেতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হতে পারে। নমুনা নেওয়া হয়েছে। ল্যাবে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। রাংটিয়া রেঞ্জের (ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা) মকরুল ইসলাম আকন্দ বলেন, ময়নাতদন্তের পর এটিকে ঘটনাস্থলের পাশেই মাটিচাপা দেওয়া হবে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরী করা হবে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com