ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার তিন নম্বর কোলা ইউনিয়নের দামোদারপুর গ্রামের প্রবাসী মোহাম্মদ খোরশেদ আলম ১২ জানুয়ারি ২০২২ তারিখ আনুমানিক বেলা তিনটার দিকে দেশে থাকা তার স্ত্রী সিমা খাতুন এর মোবাইল নাম্বারের বিকাশ একাউন্টে ২১০০০ টাকা পাঠান।কিন্তু মোবাইল নাম্বার ভুল হওয়ায় টাকা অন্য আরেক জনের একাউন্টে চলে যায়।ওই মোবাইল নাম্বারের মালিক টাকা পাওয়ার সাথে সাথে মোবাইল নাম্বারটি বন্ধ করে দেন। এ ব্যাপারে বিকাশ কর্তৃপক্ষের সাথে সিমা খাতুন যোগাযোগ করলে তারা তাকে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। সে অনুযায়ী সিমা খাতুন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কালীগঞ্জ থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার জাকারিয়া মাসুদকে খোয়া যাওয়া টাকা উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। এস আই জাকারিয়া মাসুদ আজ প্রবাসীর ভুলে অন্য নাম্বারে যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হন। সিমা খাতুন তার করা সাধারণ ডায়েরি প্রত্যাহারপূর্বক কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতলেবুর রহমানের নিকট হতে খোয়া যাওয়া টাকা বুঝে নেন এবং কালীগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ দিয়ে বলেন, থানা পুলিশের তৎপরতায় আমার স্বামীর পাঠানো টাকা আমি ফেরেত পেয়েছি। পুলিশের জনকল্যাণমূলক এরূপ সেবায় আমি অত্যন্ত খুশি।