সাধারন শিক্ষায় বেকারত্ব বাড়ছে, যার ফলে হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হচ্ছে যুবসমাজ। তাই কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। হাজী মোঃ ফজলুল হক পলিকেটনিক ইন্সটিটিউটএ বেকার তৈরির প্রতিষ্ঠান খোলা হয়নি, দক্ষ ও কর্মজীবী মানুষ তৈরি করার প্রতিষ্টান খোলা হয়েছে। এখন দেশে মেশিন লার্নিং প্রযুক্তি চলে আসছে। আমাদের এই কলেজের মুল উদ্দেশ্য বেকারত্ব দূর করে শিক্ষার্থীদের কর্মসংস্থান তৈরি করা। তাই আপনারা এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী দিয়ে সহযোগীতা করবেন। শুক্রবার সকালে ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর এলাকায় অনুষ্ঠিত সভায় এমন বক্তব্য তুলে ধরেন শিক্ষা মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুল খায়ের। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউছার অনিক’র উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা কোটবাড়ি পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রিন্সিপাল প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম আলী জিন্নাহ, হাজী মোঃ ফজলুল হক পলিটেকনিক ইন্সটিটিউটএর প্রতিষ্ঠাতা মোঃ ফজলুল হক মাষ্টার, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সরকার, ধামতী কামিল মাদরাসার অধ্যক্ষ শাহ মোহাম্মদ মহিউদ্দিন, দুয়াড়িয়া এ জি মডেল একাডেমী’র অধ্যক্ষ মোঃ আবু সেলিম ভুইয়া। এসময় আরো বক্তব্য রাখেন ধামতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আবুল কালাম আজাদ, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেন ও আলহাজ¦ আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আকবর প্রমুখ। উক্ত কর্মশালা উপজেলার ৬৭ টি স্কুল, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধন শিক্ষক ও অধ্যক্ষ বৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে সম্মানী পুরষ্কার প্রদান শেষে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।