বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

জুড়ীর সুরমা ছড়া অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জালালুর রহমান জুড়ী (মৌলভীবাজার) :
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গোড়ে দেখি। অবৈধ ভাবে সুরমা ছড়া থেকে, ফয়েজুল ইসলাম নামক এক যুবক এর রক্ষণাবেক্ষণ এ বালু উত্তোলন চলমান এবং ইউপি সদস্য মঈন উদ্দিন এর নেতৃত্বে। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব হরণ করা হচ্ছে। জুড়ী উপজেলার, গোয়ালবাড়ী ইউনিয়নের, সুরমা ছড়া জালাই নামক স্থানে ২নং ওয়ার্ড এ অবস্থিত। এ ব্যাপারে জানতে চাইলে কথা হয়, ফয়েজুল এর সাথে তিনি বলেন আমি বালু উত্তোলন করছি বসত বাড়ীর কাজের জন্য, যদি বালু উত্তোলন করা অবৈধ হয় তাহলে আর উত্তোলন করবোনা। হায়াছড়া গ্রামের মৃত হাশিম আলীর পুত্র ফয়েজুল ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাম বাসী কতৃক অভিযোগ, দীর্ঘসময়ের অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন পাঁচ থেকে আট, পিকআপ বালু বিক্রয় করে, প্রতি টাটা পিকআপ বালু দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা পযন্ত বিক্রয় করা হয়। ঘটনাস্থলে গিয়ে গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মঈন উদ্দিন, এ প্রতিবেদককে, সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। মঈন উদ্দিন বলেন ফয়েজুল আমার ভাগিনা শে আর বালু উত্তোলন করবে না।এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোন এ কথা হয় গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এর সাথে তিনি বলেন, ফয়েজুল এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com