আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইস্ক এর দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার ও খাবার বিতরণ অনুষ্ঠিত। শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকারের অর্থায়নে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরালে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৫ থেকে ১০ বছর বয়স পর্যন্ত বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। তারা সকলেই তাদের মনের রঙে রাঙিয়েছে সাদা কাগজ। কেউবা পেন্সিলে আঁচর কেটে এঁকেছে বাংলাদেশের লাল সবুজ পতাকা, কেউবা শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধ বিষয়ে ছবি আঁকে। শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার যুগ্ম-আহবায়ক শাহিনুর আক্তার লিপি’র সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার দেবিদ্বার উপজেলা ন্যাপএর সভাপতি অনিল চক্রবর্তী, পৌর আয়োমী লীগের সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, শেখ রাসেল ফাউন্ডেশন’র দেবিদ্বার শাখার সদস্য সচিব- মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম-আহবায়ক মোঃ ইউনুস শান্ত, সদস্য- একে শিপ্লু খান, মোসাঃ শামিমা আক্তার রীমা, সমির কুন্ড, মোসাঃ সারমিন আক্তার, মোসাঃ আয়শা আলী মুক্তা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন সহ আরো অনেকে। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ী দুই গ্রুপে ৬জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সকল অংশগ্রহন কারীকে শান্তনা পুরস্কার হিসাবে খাতা, রং পিন্সিল ও খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য এই শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস শাখার সভাপতি মানবতার ফেরিওয়ালা আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার সুদূর আমেরিকায় অবস্থান করেও তিনি দেশপ্রেম নিয়ে তার নিজ এলাকা দেবিদ্বার সহ সারাদেশে কোভিড-১৯’র চিকিৎসাসেবা, ঔষধ, খাদ্য, ফলফলাদীদানে সেবার পাশাপাশি দরিদ্র অসহায়দের খাদ্য সহায়তা, দরিদ্র রোগিদের ব্যয়বহুল চিকিৎসা সহায়তা, গৃহহীনদের গৃহদান, বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানে নানা বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকের উন্নয়নে কৃষি উপকরন ও ট্রাক্টর বিতরণ, বেহাল ও খানাখন্দ সড়কের উন্নয়ন, শিশু-কিশোরদের সুস্থ্য দেহ, মন ও প্রকৃত শিক্ষার্জনে শিক্ষার পরিবেশ তৈরী, শিক্ষার উপকরন ও বৃত্তি প্রদান, মাদক ছেড়ে খেলাধূলায় আগ্রহী হতে ফুটবল টুর্নাম্যান্ট সহ নানা খেলাধূলার আয়োজন, জীববৈচিত্র পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং অক্সিজেন ফ্যাক্টরী তৈরীতে, গাছে গাছে পাখীর বাসা তৈরী, সড়কের পাশে ও বাড়ির আঙ্গীনায় বৃক্ষ রোপনে এক অভূতপূর্ব অবদান রেখে চলেছেন।