চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি মদ, মদ তৈরীর বিভিন্ন উপকরণসহ একজনজে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। সোমবার রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন হাজীশ্বরাই এলাকা থেকে বিদেশি মদ উদ্ধরসহ একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা। এঘটনায় সজল কুমার বৌদ্ধ(৪৭) নামে একজনকে আটক করা হয়। সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন হাজীশ্বরাই এলাকার মৃত কুমোদ বৌদ্ধর ছেলে।ধৃত আসামী ও উদ্ধারকৃত মাদক ও মাদক তৈরির সরঞ্জাম গুলো জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে মঙ্গলবার সকালে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন হাজীশ্বরাই এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় র্যাব-৭, চট্টগ্রামের একটি দল অভিযান পরিচালনা করে সজল কুমার বৌদ্ধকে আটক করে। এ সময় আসামির হেফাজতে থাকা ১৯৩ বোতল বিদেশি মদ ও ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরির উপকরণ অত্যাধিক গন্ধযুক্ত হওয়ায় তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, জিজ্ঞাসাবাদে আসামি সজল কুমার বৌদ্ধ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে পরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। জোরারগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই আবু সাঈদ জানান, র্যাবের ডিএডি আবুল কাশেম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ মামলা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসামিকে বিজ্ঞা আদালতে পাঠানো হয়েছে।