বুধবার, ২৬ জুন ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

ভারত গেলো বাংলাদেশের যুদ্ধ জাহাজ-ওমর ফারুক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

ভারতের বিশাখাপত্তনম-অনুষ্টিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া EX MILAN-২০২২ এ অংশ নিতে ভারত সফরে গেলো বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘ওমর ফারুক’। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ) দুপুর ১ টায় মোংলা নৌ জেটি থেকে নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। প্রধান অতিথির বক্তব্য রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন বলেন, অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রে পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-রোধ এ মহড়ার মূল লক্ষ্য। এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগীতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশা করেন। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঁঞার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌ সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন। এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬ টি দেশের নৌ বাহিনী অংশগ্রহণ করছে। এছাড়াও অন্যন্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সফর শেষে জাহাজটির আগামী ০৬ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com